AD (728x90)

Saturday, May 21, 2016

Dhakar Elakar Namer Rohosso


Dhakar Elakar Namer Rohosso


Dhakar Elakar Namer Rohosso Bangla App
ঢাকার এলাকার নামের রহস্য বাংলা অ্যাপ
ঢাকা শহরকে একসময় বলা হতো, “বায়ান্ন বাজারের তেপান্ন গলি”। স্বভাবতই, সময়ের সাথে বেড়েছে সড়ক ও বাজারের সংখ্যা। তাই এইসব এলাকার ইতিবৃত্ত খুঁজে বের করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত কৌতূহলোদ্দীপক ও রোমাঞ্চকর।
ঐতিহাসিক প্রকাশনা অনুসারে, ঢাক শহরের এলাকার এই সড়ক ও স্থাপনাগুলোর নামকরণের পিছনে রয়েছে মোঘল, ফ্রেঞ্চ, ব্রিটিশ ও বাংলার নবাবদের শাসনামলের অগনিত গল্প।
৪০০ বছর পুরনো ঢাকা শহরের নামকরণের উৎপত্তির পেছনে রয়েছে নানা কাল্পনিক কাহিনী। আমাদের স্কুলের ইতিহাস বইয়ে বলা আছে ১৬১০ সালে মোঘল অলি ইসলাম খান তৎকালীন বাংলার শক্তিশালী রাজা ও জমিদারদের অপসারণ করতে ঢাকায় আসেন এবং এখানে তার রাজধানী স্থাপন করার সিদ্ধান্ত নেন।
তিনি তার ঢাক বাদককে ঢাক বাজানোর জন্য আদেশ করেন। সেই ঢাকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায় তার উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছিল ঢাকার সীমানা। এভাবেই ঢাকা পরিণত হয় মোঘল যুগের তিনটি রাজধানীর একটি। ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের নামে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
কালের বিবর্তনে অনেক নাম হারিয়ে গেছে আবার অনেক নাম বিকৃত হয়ে এমন নাম হয়েছে যে মূল নামটি ই এখন আর প্রচলিত নয়, যেমন --
শেখ সাহেব বাজার কে শেক্সা বাজার, রায় সাহেব বাজার কে রাসা বাজার, গ্র্যান্ড এরিয়া কে গেন্ডারিয়া ।
আবার আওরঙ্গজেবের ছেলের নাম অনুসারে একটি বাজার ছিলো যার নাম ছিলো আলেয়ার খানের বাজার, যা বিকৃত হয়ে এখন হয়েছে আলুবাজার, আবার ইস্কাটন শব্দটি ‘স্কটল্যান্ড’ এর একটি বিকৃত সংস্করণ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে একটি গির্জা কিছু স্কটিশ প্রচারক দ্বারা সেখানে প্রতিষ্ঠিত হয়। এই নামের উৎপত্তি সেখান থেকেই।
এইরকম আরও কিছু এলাকার নামের রহস্য জেনে নেই Dhakar Elakar Namer Rohosso Bangla App ঢাকার এলাকার নামের রহস্য বাংলা অ্যাপ ------

DOWNLOAD LINK

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

 

© 2013 FlatMag. All rights resevered. Designed by Templateism